পয়লা বৈশাখ

  এই বছরের পহেলা বৈশাখ বৃহস্পতিবার পড়েছিল। এবছর বাড়িতে দিদা ছিল। ঘুম থেকে উঠে মাকে আর দিদাকে প্রণাম করলাম। বাবা তখন বাইরে জমিতে ধোঁয়া দিতে গেছে। খুব আনন্দে কাটলো দিনটা। আমি বাথরুম করে ফ্রেশ হয়ে ব্রাশ করে আমিও বেশ কয়েকটা জমিতে ধোয়া দিলাম ।তারপর হঠাৎ কি মনে হলো  সাইকেলের পেছনের ক্যারিয়ারে দু আঁটি খড় নিয়ে সাইকেল চালিয়ে চললাম ঠাকুরনগরের জমির দিকে। 

 সেখানে ধোঁয়া দেওয়ার শেষে হঠাৎ মন স্থির করলাম হেড়িয়ার জমির দিকে যাব। যেই ভাবা সেই কাজ সাইকেল চালিয়ে সেই দিকে চললাম। কখনো সেখানে আমি ধোঁয়া দিতে যাইনি। আজকে প্রথমবার যাচ্ছি সকালে এই দিনটা ভালোই কুয়াশা কুয়াশা মত ছিল। একচুয়ালি কুয়াশা না ধোঁয়া ঠিক বুঝলাম না।

 হেড়িয়ার জমিতে পৌঁছে ধোঁয়া দিলাম। অনেক ছবি, সেলফি  তুললাম অনেকটা সময় কাটালাম।












 বৃহস্পতিবার তাই মাংস করা গেল না। বড় মাছ হলো আমি গিয়ে আবার বড় কাতলা মাছ নিয়ে আসলাম। সবাই মিলে একসাথে মজা করে খেলাম। মিষ্টি দই আনা হলো।   এই রবিবারে চুল কেটেছি। বলে রাখলাম, পরে আবার ভুলে যাই।

 গোটা চৈত্র মাস বাড়িতে মাংস রান্না হয়নি এই রবিবার মাকে আর ছাড়লাম না, মাংস রান্না করালাম। মা মাংস রান্না করেছিল দারুন টেস্টি করে। বেশ কয়েকটা স্মৃতির মুহূর্ত তুলে রাখলাম।







Comments

Popular posts from this blog

সোমবার 26.4

20.4.21 মঙ্গলবার

24.10.21 sunday PA EXAM