বৃহ

  আজকের সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পড়লাম। গতকাল অফিস থেকে RICT ডিভাইসটা আর অনেকগুলো বইপত্র নিয়ে গিয়েছিলাম যদি আজকে নেটওয়ার্ক আসে তাহলে সকালে কাজটা করব ভেবে।

 রুমে বসে অনেকক্ষণ ট্রাই করলাম লোকশিক্ষার তিন তলার ছাদে উঠে অনেকক্ষণ ট্রাই করলাম অ্যান্টেনা খুলেও দেখলাম। কিন্তু কোনোভাবেই কোনো কিছু হলো না। শেষপর্যন্ত হতাশ হয়ে ব্যাগপত্র, ডিভাইস নিয়ে আবার অফিসে গেলাম ।যেতে যেতে মাঝপথে আবার একটা জায়গায় দাঁড়িয়ে মেশিন অন করলাম।  বৃথা চেষ্টা কিছু করার নেই।

 চারজনের ওয়ারেন্ট পাস হয়ে পড়েছিল মাস্টারমশাই cashও দিয়ে দিয়েছে কিন্তু মেসিনে এন্ট্রি না হলে আমি দেবো কিভাবে। শেষ পর্যন্ত একজনের প্রচন্ড পীড়াপীড়িতে, রাগারাগি তে নিজের রিস্কে দিতে বাধ্য হলাম।

 দেবু দা আজকেও খাবার এনেছিল। আগে থেকেই বলে দিয়েছিল যে আজকে মাছ হবে এবং একটু দেরি করে রান্না হবে। দেবুদার দেরি হবে বলে আমি আবার সামনের দোকানে গিয়ে ডবল ডিমের একটা আমলেট খেয়ে নিলাম কেননা খিদা খিদা লাগছিল যদিও একটু আগেই 10 টাকা দিয়ে দুজন দুটো কেক খেয়েছি।

তো দুটোর দিকে দেবুদা খাবার নিয়ে আসলো আমি রুমে নিয়ে চলে এলাম খাওয়া দাওয়া হল।



 আজ রাত্রি বৌদি আবার রুটি আলু ভাজা ডিম ভাজা করে দিয়েছে।


Comments

Popular posts from this blog

সোমবার 26.4

20.4.21 মঙ্গলবার

24.10.21 sunday PA EXAM