21.4.21 বুধবার

 আজকে রামনবমী ছিল। আজকে খুব ভোর ভোর ঘুম ভেঙে গেছে। প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে হোস্টেলের পিছনে যে ঢালাই রাস্তাটা আছে সেখানে কিছুক্ষণ হাঁটলাম। তারপরে বাথরুমের পরে ব্রাশ করতে করতে নিমের পাতা চেবালাম। হাল্কা এক্সারসাইজ করলাম। তারপর কাঁচা চিঁড়ে জলে ভিজিয়ে খেয়ে স্নান করে অফিস গেলাম।

 আজকে অনেক আশায় ছিলাম যে বোধহয় নেটওয়ার্ক আসবে। কিন্তু গিয়ে দেখলাম ও হরি, গ্রুপে সবাই মেসেজ করছে কারুরই নেটওয়ার্ক নেই দু-একজন ছাড়া।

গোকুল দা ডিম টোস্ট খাওয়ালো। আমি খেতে যাচ্ছিলাম সেই সময় গৌরাঙ্গ এসে উপস্থিত, তাকেও আবার আধখানা দিলাম। আজকে spm cash দেবে বলে বলেছিল তাই একদম দশটা দশটায় গৌরাঙ্গর বাইকে করে জুনপুটে উপস্থিত হয়ে গেলাম তখনও স্যার অফিসে আসেনি। আবার কিছুক্ষণ ওয়েট করলাম স্যারের কাছ থেকে cash নিয়ে আবার বাইকে করেই অফিস চলে এলাম। 

গতকাল সন্ধ্যেবেলা চুনীদা যে চারটে বিএলআরও চিঠির কথা বলেছিল সেগুলো আজকে অফিসে ফেরার সময় দিয়ে এলাম। চুনীদার বাড়িতে একবার ঢুকে ছিলাম ওই চিঠিগুলোর অ্যাড্রেস জানার জন্য। চুনীদা আবার আমাকে বসতে দিয়ে কথাবার্তা বলল, ভালো আছেন কিনা জিজ্ঞেস করল, মিষ্টিও খাওয়াল। দুটো ছানার মিষ্টি খেয়ে দেয়ে চিঠিপত্র সব ডেলিভারি করে দিয়ে তারপর অফিসে ঢুকলাম।

এসে দেখি দেবান্তক দা এসেছে সাইকেলটা আছে অফিসের গেটের ভেতরে। দু একটা ippb কাজ হল। 

 গত পরশু নির্মল আবার বাইক থেকে পড়ে গিয়ে হাত একটু ছড়ে গিয়েছিল। আজকে দেখি না সে ব্যান্ডেজ খুলে একদম বাইক নিয়ে চলে এসেছে। তাকে আবার বাইক নিয়ে আসার জন্য বকাবকি করলাম। বললাম তুমি দু-একদিন টোটো করে আসতে পারতে।

 তাকে ডেলি বুঝিয়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। দেবুদা তো আমার টিফিন ক্যারিয়ার নিয়ে খাবার আনতে গেল। তারপর ঠিক দেড়টার সময় খাবার নিয়ে চলে এল আর আমি ওটা নিয়ে রুমে চলে এলাম। 

 আজকের পুজোর ভোগে ছিল আলু ভাজা, শাক-আলু-আর ডাটা দিয়ে একটা চচ্চড়ি মতন, এঁচোড় তরকারি, ডাল, কুমড়ো-ঢেঁড়স দিয়ে আমের টক আর টমেটো-আমের চাটনি।

 এরমধ্যে এঁচোড় তরকারি টা আবার দেবুদার ঘরে তৈরি। আমার খেতে কষ্ট হবে বলে সে আবার আলাদা করে তরকারি তার বাড়ি থেকে নিয়ে এসেছে।


খাওয়াটা বেশি হয়ে গেছিল। খেয়েদেয়ে একটা ঘুম দিলাম। বিকেলের দিকে উঠে পৌনে পাঁচটার দিকে আবার ব্লাইন্ড স্কুলে গেলাম সেখানে বৃদ্ধাদের টাকা তুলে দিতে ব্যাংক থেকে। সেখানে অনেক দিন ধরেই টাকা তোলার জন্য তারা পীড়াপীড়ি করছিল। আজকে সবার টাকা তুলে দিলাম এবং তার সাথে এটাও বললাম যে অন্তত দু-তিনমাস কিন্তু আসতে পারবো না। 

আজকে দুটো খেলা আছে আইপিএলে। প্রথমেরটা বিকেল থেকে শুরু হয়েছে পাঞ্জাব আর হায়দ্রাবাদ। সন্ধ্যাবেলায় যেটা আছে মারকাটারি খেলা এটা হচ্ছে ধোনির ইনফর্ম টিমের সঙ্গে ভাঙাচোরা কেকেআরের খেলা। 

 ড্রিম ইলেভেন এর ডিসকাউন্ট দিয়েছিল বলে পাঞ্জাবের সঙ্গে একটা টিম লাগিয়ে দিয়েছিলাম। রাহুল ক্যাপ্টন ছিল, তো রাহুল যেভাবে আউট হয়ে গেল তবে মনে হচ্ছে না টাকাটা ফেরত পাব বলে। যাই একটু হেঁটে আসি। 

 যাক ড্রিম ইলেভেনে লাগানো পয়সাটা ফেরত তো পেয়েছি। বৌদি আজকে রুটি আর সোয়াবিনের তরকারি দিয়ে গিয়েছিল। খাওয়ার আগেই কারেন্ট গেল আবার টর্চ জ্বেলে খাওয়া-দাওয়া করলাম। কিছুক্ষণ পরে হোস্টেলের পেছনে অন্ধকারে হাঁটলাম ভালো লাগছে না কারেন্ট নেই। আবার VLN এর সত্যদা মারা গিয়েছিল সন্ধ্যে ছয়টার সময়। তার ডেড বডি নিয়ে আসা হল লোকশিক্ষায় রাত 10.45। আমি তাড়াতাড়ি আজকে শুয়ে পড়লাম। কারেন্ট এখনো নেই।



Comments

Popular posts from this blog

সোমবার 26.4

20.4.21 মঙ্গলবার

24.10.21 sunday PA EXAM